ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন র‌্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯

নেইমার-এমবাপের নৈপুণ্যে পিএসজির জয়

#

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  11:14 AM

news image

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অনুপস্থিতিতে নেইমার-এমবাপের ম্যাজিকে লিগ ওয়ানে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমার্ধে জোড়া গোল করেন নেইমার। আর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান এমবাপে। তবে ম্যাচের শেষ দিকে দুই গোল শোধ দিলেও হার থেকে রক্ষা পায়নি বোর্দো। শনিবার রাতে বোর্দোর মাঠে ৩-২ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। এই ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি। পেশির চোটে ছিলেন মাঠের বাইরে। তার জাতীয় দল সতীর্থ আনহেল ডি মারিয়াও ছিলেন না এ দিন। পিএসজি গোলের উদ্দেশ্যে ৯টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর বোর্দোর ১৮টি শটের লক্ষ্যে ছিল ছয়টি। লিড নিতে বেশি সময় নেয়নি পিএসজি। ২৬ মিনিটে এমবাপের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পাঠান নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার গোলেই এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৪৩ মিনিটে আবারও এই জুটি ত্রাতা হয়ে আসেন অতিথি শিবিরে। এবারও এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন নেইমার। আর পূরণ করেন নিজের জোড়া গোল। এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ফিরে ৬৩তম মিনিটে ব্যবধান ৩-০ করে পিএসজি। এ সময়ে উইজনালডামের বাড়ানো বল ধরে ফাঁকা জালে পাঠান এমবাপে। এরপর ম্যাচে ৭৮তম মিনিটে এলিসের গোলে ব্যবধান কমায় বোর্দো। পরে ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আরও একটি গোল করে তারা। এবার স্বাগতিকদের হয়ে স্কোরসিটে নাম তোলেন নিয়াং। যদিও তা ব্যবধান কমিয়েছে মাত্র। জয় নিয়ে শেষপর্যন্ত ঘরে ফিরেছে পোচেত্তিনোর দল। ১৩ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ২৪ পয়েন্টে দুইয়ে লঁস। আর ২৩ পয়েন্ট নিয়ে নিস তিনে, তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে মার্সেই আছে চারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম