
নিজস্ব প্রতিনিধি
২৪ ডিসেম্বর, ২০২২, 10:53 AM

নীলফামারীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১০ দশমিক ১০ ডিগ্রি
ছবি : সংগৃহীত
শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে উত্তরের জনপদ নীলফামারীতে। গত ১৫ দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে তা ১০ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরে দুপুর ১২টার পর সূর্যেরে দেখা মিললেও তাতে নেই গরমের তীব্রতা। সন্ধ্যার পর থেকে বইছে হিম শীতল বাতাস। ঘন কুয়াশায় ঢেকে আছে নীলফামারীর শহর-গ্রাম। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ থেকে কমে ৪০ মিটারে এসেছে। সকাল ৯টা ১০টা বাজলেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশুরাই বেশি। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কর্মকর্তা লোকমান হাকিম জানান, শীতে এই তীব্রতা ক্রমেই বাড়তে থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কুয়াশার ঘনত্ব বাড়ছে। দৃষ্টিসীমা কম থাকায় সকালের বিমান ওঠানামায় বিলম্ব হচ্ছে। সকালের বিমানগুলো দুপুর ১২টা থেকে ১টার দিকে ওঠানামা করছে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ওয়াসিম বারী জয় বলেন, শীত যত বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও ততই বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে প্রতিদিন দেড় থেকে ২ হাজার শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যার চেয়েও ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকছেন।