ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

নির্বাচন চলছে দুই প্রার্থী সমান ভোট পাওয়া ইউনিয়নে

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২১,  11:23 AM

news image

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে আজ ফের ভোট গ্রহণ হচ্ছে। ইউনিয়নের নয়টি কেন্দ্রে একযোগে সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে শুধু চেয়ারম্যান পদেই ভোট গ্রহণ হচ্ছে।

ভোটযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সমান ভোট পাওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল। নির্বাচনে তাঁরা উভয়েই পেয়েছিলেন পাঁচ হাজার ৭০০ ভোট। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের তুলনায় আজ প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। তবে ভোটকেন্দ্রে যারা ভোট প্রদান করতে এসেছেন তাদের সিংহভাগই নারী। শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচনের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া আজ ভোট গ্রহণ হচ্ছে দেশের ১৪ জেলার ১৫টি ইউনিয়নের ১২টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে। এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার বলেন, এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আটজন পুলিশ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য দুই প্লাটুন র‍্যাব সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশের নয়টি মোবাইল টিম এবং তিনটি স্পেশাল টিম রয়েছে দায়িত্বে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন নির্বাচনী এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম