নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২২, 4:25 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২২, 4:25 PM
নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না
নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাবৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় সিইসি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে রোডম্যাপ বাস্তবায়নের কাজ করা হলেও করোনার কারণে অনেক কাজ শেষ করা যায়নি। কে এম নুরুল হুদা বলেন, করোনার কারণে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের কাজ বাধাগ্রস্ত হয়েছে। তবে যাদের এনআইডি নেই,
তাদের ভোটাধিকার দেয়ার কাজ শুরু হয়েছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়টি বেশি জটিল হওয়ায় তা শেষ করা যায়নি। করোনা ঝুঁকির মধ্যেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখা না হওয়ায় সমালোচনার কথা স্বীকার করেন নুরুল হুদা। তবে, এতো সমালোচনার পরও ৫ বছর সংবাদ সংগ্রহ বা প্রকাশে বাধা দেয়নি নির্বাচন কমিশন।গণমাধ্যমের যে কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান কে এম নুরুল হুদা। তিনি বলেন, ৭ কোটি ৬ লক্ষ ৯২ হাজার ৭৫৭ টি স্মার্ট কার্ড মুদ্রণ হয়েছে এবং বিতরণ হয়েছে। এটা গর্বের বিষয়। এ কাজে বাইরের লোককে ঢুকতে দেয়া হয়নি। জটিল এক প্রক্রিয়া ছিলো। জাতীয় পরিচয় পত্র তথ্যভান্ডারে কিছু ভুল আছে। অনেক বিধি ও আইন সংশোধন করেছি। আরপিও বাংলায় করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।