ঢাকা ২০ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
অনলাইন গেম ফ্রি ফায়ার আসক্তিতে বিপর্যস্ত যুবসমাজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে যা বললেন আমির খসরু পুলিশের ওপর হামলা নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি ১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি জমি নিয়ে হয়রানি থামাতে সরকারের বিশেষ উদ্যোগ জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আধিপত্যের দ্বন্দ্ব ও বড় অঙ্কের অর্থ লেনদেনে খুন আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর তেঁতুলিয়ায় বেড়েছে শীতের আমেজ, তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু

নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত: বিক্রম মিশ্রি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  2:54 PM

news image

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জনগণের রায়ে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার সঙ্গে কাজ করতে ভারত সদা প্রস্তুত।’ সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন (ডিক্যাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় জনগণকেন্দ্রিক এবং ভবিষ্যৎমুখী। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও গভীর হবে।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু অভ্যন্তরীণ বৈধতার জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি দৃঢ় করতেও সহায়ক হবে। বিক্রম মিশ্রি জানান, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘জনমুখী’ দৃষ্টিকোণ থেকে দেখে এসেছে। দুই দেশের ঐতিহাসিক বন্ধন সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক উপাদানে গভীরভাবে প্রোথিত-এ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের প্রথম দিককার নেতাদের একজন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব গ্রহণের পর অভিনন্দন জানান। একইসঙ্গে তাকে ‘ভয়েস অব গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণও জানানো হয়, যা ভারতীয় পক্ষের জন্য ‘গর্বের বিষয়’।’ বিক্রম মিশ্রি জানান, শুধু উচ্চপর্যায়ে নয়, দুই দেশের মধ্যে কর্মপর্যায়ের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। সীমান্ত, নদ-নদী, বাণিজ্যসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসব বৈঠকে আলোচনায় আসছে। তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি বোঝার উদ্দেশ্যে ভারতের কর্মকর্তাদের সফর ‘খুবই কার্যকর’ ছিল।’ এতে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের পুরোনো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্পর্ক সব প্রতিকূলতার ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও অটুট থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম