ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

নিরাপদ সড়কের দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১,  12:09 PM

news image

নিরাপদ সড়কের দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা: ছবি-সংগৃহীত 

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্য, নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাইনুদ্দিন ইসলাম। মাইনুল এবার একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মৃত্যুর খবরে বন্ধু, সহপাঠী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।  স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এ দুর্ঘটনা পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএএফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। মাইনুদ্দিন ইসলাম নিহতের বিচার ছাড়াও সারাদেশে গণপরিবহনে হাফ পাস নিশ্চিতসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশ বলছে, দুর্ঘটনায় দায়ী অনাবিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম