ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

নিখোঁজের ১২ দিন পর দুই জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৩

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৩,  3:17 PM

news image

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনায় নিখোঁজের ১২ দিন পর দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন। বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকার আবুল কালাম (৫৫) ও তালতলা উপজেলার চামোপাড়া গ্রামের কাইয়ুম মাঝি (৩৮)। নিখোঁজ ব্যক্তিরা হলেন, আব্দুল আলীম (৫৫), ফরিদ মিয়া (৩৮) ও খায়রুল ইসলাম (৪০)। জানা গেছে, গত মাসের ১৭ তারিখ বরগুনার ট্রলার ‘এফবি ভাই ভাই’ মাছ শিকারে যাওয়ার সময় বঙ্গোপসাগরের বয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। তখন ট্রলারে থাকা নয় জেলে ডাকাতের হামলা থেকে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দেন। পরে গত ২০ ফেব্রুয়ারি সাগরে মাছ শিকারে যাওয়া অন্য একটি ট্রলারের জেলেরা চারজনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্য চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়। এদিকে এরপর থেকে ওই পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। কিন্তু বুধবার বিকেল ৫টার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ট্রলার। এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন। সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে মালিক সমিতির একটি ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ট্রলারের লোকজন বুধবার বিকেলে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। তবে উদ্ধার অভিযান চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম