নাসা গ্রুপের কর্ণধার নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, 2:36 PM
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, 2:36 PM
নাসা গ্রুপের কর্ণধার নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
অর্থ আত্মসাতেরদুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, ‘অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় দুদকের তদন্ত কর্মকর্তারা তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আমরা জিজ্ঞাসাবেদের পক্ষে শুনানি করি। আসামি পক্ষের আইনজীবীরা বিরোধিতার করে জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।’ ৮৫৭ কোটির মামলার জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে। ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিরতণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার জন্য বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করার দায়ে দণ্ডবিধির ৪০৯/১০৯, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আসামী নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। ৬১৫ কোটি টাকার মামলার আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন আসামীর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদানের অভিযোগ রয়েছে। তারা এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছে। আত্মসাতকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার নিমিত্ত বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর, হস্তান্তর করার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। উল্লেখ্য, গত ১ বছরের অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নাসার নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।