নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ টি ইউনিট
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২২, 7:46 PM
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২২, 7:46 PM
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ টি ইউনিট
জাহীন নিটওয়্যারস্ লিমিটেডে আগুন৷ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট কাজ করছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন কেওঢালা এলাকায় জাহীন নিটওয়্যারস্ লিমিটেড নামে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। তিনি জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরবর্তীতে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত ও আগুনের সুত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, দ্বিতীয় তলা ধরনের চারটা ভবনে আগুন ছড়িয়ে গেছে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের বেগ পেতে হচ্ছে। তবে কারখানা বন্ধ থাকার কারনে ভেতরে কোন শ্রমিক আটকা পড়েনি তা আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।