ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ পথচারী ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

নাগেশ্বরীতে চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলার ২ ঘন্টা পুর্বেই হত্যায় জড়িত ২ আসামী গ্রেপ্তার

#

নাগেশ্বরী প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  10:22 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাট কাটতে গিয়ে নিখোঁজ আব্দুর রাজ্জাক বাচ্চু(৪২)র হত্যা মামলা দায়েরের ২৪ ঘন্টার পুর্বেই হত্যায়  জড়িত ২ আসামীকে  গ্রেপ্তার করছে   নাগেশ্বরী থানা পুলিশ। ঘটনায় জানাগেছে নাগেশ্বরী পৌরসভার বদিজামালপুর গ্রামের মৃত কয়ছার আলীর পুত্র আব্দুর রহমান বাচ্চু গত ২৫ জুলাই  মোসলিয়ার পাড় নদীর পাড়ে তার জমিতে পাট কাটতে গিয়ে নিখোঁজ হয়। বাচ্চু বাড়িতে না ফেরায়   নিখোঁজ বাচ্চু মিয়ার স্বজনরা নাগেশ্বরী থানায় একটি জিডি করে জিডি নং ১১৮৯,তারিখ ২৬ জুলাই ২০২২ ইং। জিডির সুত্র ধরে নাগেশ্বরী থানার এসআই আশরাফুৎদৌলা তদন্ত করাকালীন ২৮ জুলাই পয়ড়াডাঙ্গা মুছলিয়ারপাড়া মৃত আলহাজ রিয়াজ উদ্দিনের পুত্র নুরুল আমিনের জমিতে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে  ২৯ জুলাই নিহত বাচ্চুর স্ত্রী মোছাঃ লিলি খাতুন  একই গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আবু মুসাসহ অজ্ঞাত আরও ২/৩ জনের নামে জমিবন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে মর্মে দঃবিঃ৩০২/২০১ ধারায়  নাগেশ্বরী থানায় একটি এজাহার দায়ের করেন যার নং ১৪।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের বিচক্ষণতায় ৩০ জুলাই রাতে প্রথমে আাসামী আবু মুসাকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ২.৩০ মিনিটে আল আমিন নামে আরও একজনকে গ্রেপ্তার করে।পরে গ্রেপ্তারকৃত আসামীরা বাচ্চু হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিলে   আদালতে কাঃ বিঃ১৬৪ ধারায় জবান বন্দী প্রদান করার পর তাদের জেলহাজতে প্রেরন করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান,বাচ্চু হত্যায় জড়িত মুল আসামী আবু মুসাসহ আল আমিনকে  গ্রেপ্তারের পর হত্যার মুল রহস্য উদঘাটন পুর্বক জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম