
NL24 News
২৫ জানুয়ারি, ২০২৩, 12:43 PM
নাগেশ্বরীতে ব্যাচ'৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে এস.এস.সি ব্যাচ'৯৫ এবং এইস.এস.সি ব্যাচ'৯৭ এর উদ্যোগে ২৫ জানুয়ারি বুধবার সকালে সাপখাওয়া গ্রামের শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসা হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে । এ সময় ব্যাচ' ৯৫ বন্ধু সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন,আজিজ সুপার মার্কেটের বি.এম গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ, নাগেশ্বরী কলেজ মোড় মুক্তা ফার্মেসীর স্বত্বাধিকারীরা দুলাল মিয়া, ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল বি.এ মাদ্রাসার আইসিটি শিক্ষক ও সাংবাদিক মোঃ মসলেম উদ্দিন, বন্ধু মোঃ বাবুল মিয়া,মোহাম্মদ আলী, টেলি ছামাদ, আমিনুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম , আশারাফুল আলম, মোঃ লেলিন মিয়া, মোজাফফর আলী ও এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা উত্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শফি প্রমুখ।