নাইজারে আগুনে পুড়ে প্রাণ গেল ২৫ শিশুর
০৯ নভেম্বর, ২০২১, 10:33 AM
NL24 News
০৯ নভেম্বর, ২০২১, 10:33 AM
নাইজারে আগুনে পুড়ে প্রাণ গেল ২৫ শিশুর
নাইজারের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের খড়ের-ছাদে আগুন লাগায় সেখানে থাকা ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও ১৪ শিশু আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নাইজার সরকার। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নাইজার সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে স্কুলে আগুন লেগেছে তা রাজধানীর ৬০০ কিলোমিটার পূর্বে মারাদি অঞ্চলে অবস্থিত। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে আগুনে স্কুলটির তিনটি শ্রেণিকক্ষ পুরে গেছে বলে জানিয়েছেন দেশটির আঞ্চলিক শিক্ষাবিষয়ক পরিচালক মামান হাদি। এদিকে, এই ঘটনার পর স্কুলটির সব ক্লাস বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মারাদি অঞ্চলে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছরে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত এপ্রিলেই নাইজারের রাজধানী নিয়ামিতে প্রাক-প্রাথমিকের ২০ শিশুর মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে।