ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নরওয়ের রাজকুমারীর ছেলের বিরুদ্ধে চারটি ধর্ষণসহ ৩২টি মামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  11:21 AM

news image

নরওয়ের রাজকুমারীর ছেলে হোয়িবির বিরুদ্ধে ধর্ষণসহ ৩২টি অপরাধের অভিযোগ রয়েছে দেশটির আদালতে। হোয়িবি গত বছরের ৪ আগস্ট প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকে তদন্তাধীন ছিলেন। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির এক প্রসিকিউটর। ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের ছেলে এবং ক্রাউন প্রিন্স হাকনের সৎপুত্র ২৮ বছর বয়সী মারিয়াস বোর্গ হোয়িবি আগামী বছরের শুরুতে বিচারের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রসিকিউটর জানিয়েছেন, গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রসিকিউটর স্টুরলা হেনরিকসবো জানান, চারটি ধর্ষণের পাশাপাশি অভিযোগগুলোর মধ্যে রয়েছে—এক প্রাক্তন সঙ্গীর প্রতি পারিবারিক নির্যাতন, সহিংসতা, ভাঙচুর, শান্তি ভঙ্গ ও আদালতের সংরক্ষণমূলক আদেশ লঙ্ঘন। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকজন নারীর অজ্ঞাতে তাদের ব্যক্তিগত অঙ্গচিত্র ধারণ করার অভিযোগও রয়েছে। হেনরিকসবো বলেন, ‘এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড। এগুলো অত্যন্ত গুরুতর কাজ, যা স্থায়ী দাগ রেখে যেতে পারে ও জীবন ধ্বংস করে দিতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন, 'মারিউস বরগ হোয়িবি রাজপরিবারের সদস্য হলেও তার ক্ষেত্রে বিচার অন্যদের তুলনায় হালকা বা কঠোর হওয়া উচিত নয়।' ২০২৪ সালের আগস্টে গ্রেফতারের ঘটনায় হোয়িবি ইতিমধ্যেই হামলা ও ভাঙচুরের কথা স্বীকার করেছেন। গ্রেফতারের ১০ দিন পর প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্বীকার করেন, মদ্যপান ও কোকেন সেবনের পর এক ঝগড়ার সময় তিনি এমন আচরণ করেছিলেন। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও আসক্তির সঙ্গে লড়াই করছেন। হোয়িবির মা ক্রাউন প্রিন্স হকনকে বিয়ে করলে মাত্র চার বছর বয়সে আলোচনায় আসেন তিনি। পরে রাজ-দম্পতির সংসারে জন্ম নেয় আরো দুটি সন্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম