ঢাকা ২৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও

নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  4:38 PM

news image

নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। সংসদে বিরোধী দল কারা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে সংসদ নেতা স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।  স্বতন্ত্র এমপিরা কোনো জোট করে বিরোধী দল হতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমিতো বলছি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রিপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভা হবে এটা আমি বলতে পারি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম