ঢাকা ১০ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশের বেশি কমিয়েছে আদানি আ.লীগের তৈরি জঞ্জাল সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব: ফখরুল সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে ২ পরিবর্তন রাজধানীর ১৩ পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি কাল থেকে নলছিটির সুবিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রিমান্ড শেষে কারাগারে পলক, ইনু ও মেনন ট্রাম্পের বিজয় মার্কিন অর্থনীতিতে দারুন প্রভাব ‘বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি না, সজাগ আছি: রেজাউল করিম

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  2:49 PM

news image

সারা দেশে নতুন নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল ও ৪ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান। সিনিয়র সচিব বলেন, ‘নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে।’ মোখলেস উর রহমান বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন।’ গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগের পতন হলে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। এরপর গত ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম