নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৪, 2:49 PM
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৪, 2:49 PM
নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি
সারা দেশে নতুন নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল ও ৪ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান। সিনিয়র সচিব বলেন, ‘নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে।’ মোখলেস উর রহমান বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন।’ গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগের পতন হলে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। এরপর গত ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা।