নতুন করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা এলডিপির
নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি, ২০২৪, 2:45 PM
নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি, ২০২৪, 2:45 PM
নতুন করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা এলডিপির
নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সোমবার (১ জানুয়ারি) দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এক বিবৃতিতে জানান, অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি। প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এ খেলা বন্ধ করুন। দেশকে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ ও রক্তারক্তির হাত থেকে রক্ষা করুন। তিনি বলেন, আপনি (শেখ হাসিনা) নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। আপনার এবং আপনার দলের ওপর জনগণের কোনো আস্থা নেই। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।