ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

ধ্বসে যাওয়া স্ল্যাব সংস্কার হওয়ায় চালু টঙ্গীব্রিজ।

#

নাসরিন পারভীন

২১ নভেম্বর, ২০২১,  9:45 PM

news image

টঙ্গীতে তুরাগ নদীর উপর টঙ্গী সেতুর ধ্বসে যাওয়া স্ল্যাব সংস্কার করে তাতে যান চলাচলের জন্য রোববার ২১ নভেম্বর দুপুর ১২টা নাগাদ সেতুটি উন্মুক্ত করে কর্তৃপক্ষ। এতে গত ১১দিন ধরে চলা জনদুর্ভোগ ও অসহনীয় যানজট থেকে মুক্তি মিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের। যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন। তিনি বলেন, বিআরটি কর্তৃপক্ষ সেতুটি সংস্কারের পর যান চলাচলের উপযোগী মর্মে ক্লিয়ারেন্স দেন। এরপর ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বয় করে বেলা ১২টার দিকে সেতুটিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

গত ৯ নভেম্বর রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর পুরনো স্ল্যাব ড্যামেজ থাকায় হঠাৎ স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচলে ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। পরে বিআরটি কর্তৃপক্ষ ভাঙা অংশ মেরামত করে দিলে বুধবার সকাল ১০টার দিকে সেতুর দুই লেনে যানবাহন চলাচল শুরু করে। কিন্তু পরে ঝুঁকি বিবেচনায় বুধবার রাত ১টা থেকে ওই সেতুদিয়ে যান চলাচল পুরোদমে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্থ সেতুটি পরিদর্শন করে তার সংস্কারের জন্য ১২দিন সময় নেন। তাদের নেওয়া সময় অনুযায়ী ২১ নভেম্বর সেতুটিতে যান চলাচল শুরু হওয়ার কথা ছিলো।এদিকে শনিবার রাত ১২টার পর থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা থাকলেও  সব দিক বিবেচনা করে  রাত ৯টার দিকে নির্ধারণ করা হয়। কিন্তু সংস্কার কাজ সম্পন্ন করতে না পারায় যান চলাচল শুরু সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম