ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  8:39 PM

news image

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় এখনই বিধিনিষেধ তুলে না নিয়ে ধাপে ধাপে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে করোনার ঊর্ধ্বগতির কারণে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ইতালি। এদিকে মাত্র দুজন করোনায় আক্রান্ত হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জ টোঙ্গা পুরো দেশে লকডাউন ঘোষণা করেছে। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর থেকেই বিশ্বে রেকর্ডসংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। নতুন এ ধরন শনাক্তের পর থেকেই নাজুক ছিল ভারতের করোনা পরিস্থিতি।

ফলে দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমতে থাকায় বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ, নয়াদিল্লিসহ দেশটির কয়েকটি রাজ্য সরকার। একই চিত্র ইউরোপের বিভিন্ন দেশে। যুক্তরাজ্যে বিধিনিষেধ শিথিলের পরপরই একই পথে হাঁটছে সুইজারল্যান্ড। তবে এখনই বিধিনিষেধ তুলে না নিয়ে তা ধাপে ধাপে কার্যকর করতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস গেব্রিয়াসুস বলেছেন, মাত্র ১০ সপ্তাহ আগে ওমিক্রন ধরন শনাক্তের পর থেকে এখন পর্যন্ত বিশ্বে ৯০ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগজনক হারে বেড়েছে এর সংক্রমণ, যা করোনা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। এদিকে বিধিনিষেধের ওপর শিথিলতা জারি করলেও উলটো চিত্র ইতালি ও টোঙ্গায়। সম্প্রতি ওমিক্রন ধরন শনাক্তের পর থেকেই ইতালিতে বেড়েছে করোনার সংক্রমণ। এতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। অফিস, আদালত, রেস্টুরেন্টসহ যেকোনো স্থানে প্রবেশের ক্ষেত্রে টিকা সনদ বাধ্যতামূলক করেছে দেশটি। অপরদিকে টোঙ্গায় দুজন করোনার রোগী শনাক্তের পরপরই পুরো দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম