দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী
১৮ ডিসেম্বর, ২০২১, 12:56 PM
NL24 News
১৮ ডিসেম্বর, ২০২১, 12:56 PM
দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী
ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আগামী বছরের শুরুতে ফ্রান্সে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে সর্তক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, শুক্রবার ফ্রান্সে যুক্তরাজ্যের প্রবেশকারীদের উপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে তিনি এসব কথা বলেন।
এরই মধ্যে যুক্তরাজ্যে শুক্রবার পর্যন্ত প্রায় ১৫ হাজার ওমিক্রন শনাক্তের নিশ্চিত তথ্যের ভিত্তিতে ফ্রান্স এমন পদক্ষেপ নিয়েছে । যুক্তরাজ্য এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, জার্মানি, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডেও অতিরিক্ত বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। দেশগুলোর সরকার ওমিক্রন মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে।এমনকি শুধুমাত্র জার্মানিতেই নতুন করে ৫০ হাজার নতুন করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ। তিনি বলেছেন, এখনই দেশগুলোকে চ্যালেঞ্জে মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। যা এখনও কেউ সঠিক ভাবে করছে না। এদিকে আয়ারল্যান্ডে, নতুন ধরনে আক্রান্ত রোগী এক তৃতীয়াংশ। যা আজ পর্যন্ত যা কিছু দেখেছি তার চেয়ে অনেক বেশি হারে সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে রাজনীতিবিদ তাওইসাচ মাইকেল মার্টিন।