ঢাকা ১৮ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক বিয়ের প্রথম বছরেই ‘ইচ্ছার বাইরে’ গর্ভবতী ৭৩ শতাংশ নারী নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন টিভি টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, কটূক্তি প্রচারে মানা ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

দেশে বাড়ছে ডেঙ্গু-করোনা, বাড়তি সতর্কতা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  4:31 PM

news image

বরিশালে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৬৮৪ জন। অপরদিকে দেশে আবারও দেখা দিয়েছে করোনা মহামারি। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও বরিশাল বিভাগে করোনা পরীক্ষার কিটসসহ অন্যান্য উপকরণ না থাকায় আতঙ্কে দিন কাটছে দক্ষিনাঞ্চলবাসীর। এমন অবস্থায় আগামী ২৬ জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য মতে, এমন অবস্থায় একদিকে পাঠদান শুরু অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সবকিছু মাথায় রেখে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৪৯টি কলেজের ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশ নিবে। এরমধ্যে ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন আর ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। মোট ১৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এরই মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে প্রশ্নপত্র ও উত্তরপত্র এদিকে স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কবস্থার কথা বলেছেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, একদিকে করোনা আক্রান্তের বর্তমানে যে হার তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধার কোনো পারিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বণ্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সকল স্কুল ও কলেজগুলো খোলার সঙ্গে সঙ্গে পরিছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হবে। কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, আগামী ১৮ জুন ভারপ্রাপ্ত কর্মকর্তা সভা হবে। ওই সভাতে করোনা রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অবহিত করা হবে। তাছাড়া ১৫ জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তখন ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধির নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান প্রচার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম