ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম চপস্টিক দিয়ে মিনিটে ৩৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ডে সুমাইয়া ইনস্টাগ্রামের নতুন এআই ফিচারে থাকছে যেসব সুবিধা বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত ১৩ বছরের বৈভবকে কেনার কারণ জানালেন রাজস্থান অধিনায়ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২২,  7:50 PM

news image

দেশের ইতিহাসে সব রেকর্ড অতিক্রম করল করোনাভাইরাস শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর আগে দেশে গত বছরের ২৪ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫। চলতি বছরের ২৫ জানুয়ারিএ বছরের সর্বোচ্চ করোনাভাইরাস শনাক্তের হার দেখেছিল দেশের মানুষ। ওইদিন শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ। ফলে আজকের হার সব রেকর্ড ছাড়িয়ে গেল। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪৪০ করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৬ হাজার ২৬৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। আর দিনের ব্যবধানে মহামারি করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। এর আগে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৫ হাজার ৮০৭ জন। এদিকে বিশেজ্ঞরা জানান, রোগী শনাক্তের যে হিসাব দেওয়া হচ্ছে তা প্রকৃত সংখ্যার চেয়ে কম। শনাক্তের হারে ঊর্ধ্বগতির কারণে আগামী কয়েকদিনের মধ্যে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আবারও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়া শুরু হয়েছে। কোভিডের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ধরনের সামাজিক বিস্তারও (কমিউনিটি ট্রান্সমিশন) হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম