দেশে করোনার ডেলটা ধরনেই বাড়ছে সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি, ২০২২, 2:12 PM
নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি, ২০২২, 2:12 PM
দেশে করোনার ডেলটা ধরনেই বাড়ছে সংক্রমণ
আগের মতো এখনও ডেলটা ধরনেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে মত দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরিন। তাঁর দাবি, স্বাস্থ্যবিধি না মেনে চলার ফল এই বাড়তি সংক্রমণ। আজ মঙ্গলবার দুপুরে আইইডিসিআরের পরিচালক এনটিভি অনলাইনকে এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘ডেলটা ধরন আবার নতুন করে চোখ রাঙাচ্ছে, সংক্রমণ বাড়াচ্ছে। এখন যেন আর স্বাস্থ্যবিধির দিকে কারও নজর নেই। আর সেজন্যই এ সংক্রমণ বাড়ছে।’ ২০২১ সালের মাঝামাঝি সময়ে করোনার ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত এবং মৃত্যুহার বাড়লেও আগস্ট থেকে শুরু হওয়া গণটিকা কার্যক্রমের পর তা কমতে শুরু করে।
এভাবে কমতে কমতে সর্বশেষ গত ডিসেম্বরে এই সংক্রমণের হার এক শতাংশের ঘরে ছিল। কিছুদিন ধরে সেই সংক্রমণ আবার বাড়ছে। ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছে কি না, এমন এক প্রশ্নে তাহমিনা শিরিন বলেন, ‘ওমিক্রনের কারণে সংক্রমণ বৃদ্ধি শুরু হয়েছে, তা এখনই বলা মুশকিল। চলমান সংক্রমণবৃদ্ধির প্রবণতা ডেলটার কারণে হচ্ছে। গত বছরের নভেম্বর মাসে একশ ভাগ রোগী ডেলটা ধরনে আক্রান্ত ছিলেন। এক মাসে তো তা উবে যাবে না। তাই আমরা বলতে পারি না যে, ওমিক্রনের জন্যই সংক্রমণ একটু একটু করে বাড়ছে। তবে, পরবর্তীকালে ওমিক্রমনে সংক্রমণ বাড়বে না সেটাও বলা যাবে না।’ এ সংক্রমণ বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করছেন ডা. তাহমিনা শিরিন। তিনি বলেন, ‘এখন তেমন কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। হরদম বিয়ে হচ্ছে, ভোট হচ্ছে; কিন্তু, স্বাস্থ্যবিধির দিকে কারও নজর নেই। এভাবে চলতে থাকলে সংক্রমণ কমার সুযোগ নেই।’ এরই মধ্যে দেশে বেশ কয়েকজনের নমুনায় ওমিক্রন শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওমিক্রন শুধু বাংলাদেশে নয়, ভারতেও ছড়িয়ে পড়েছে। করোনার বিস্তার রুখতে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে এরই মধ্যে আবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনার জিনবিন্যাস বা জিনোম সিকোয়েন্সিং প্রতি মাসেই করে আইইডিসিআর। ডিসেম্বরের সিকোয়েন্সিং এখনও সম্পন্ন হয়নি। তাহমিনা শিরিন বলেন, ‘আলফা বা বিটাকে অতিক্রম করে ডেলটা প্রাধান্যশীল হয়ে উঠেছিল। ডিসেম্বরের সিকোয়েন্সিং সম্পন্ন হলে নতুন ধরন ওমিক্রনের পরিসংখ্যান বলা যাবে।’