
নিজস্ব প্রতিনিধি
১২ জানুয়ারি, ২০২৩, 2:40 PM

দেশের সবচেয়ে বড় শুঁটকি মহাল কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া নাজিরারটেক
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া নাজিরারটেক এলাকায় বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে বিশাল এলাকায় বালুচরজুড়ে গড়ে তোলা শুঁটকি মহালগুলোতে পুরোদমে চলছে শুঁটকি উৎপাদনের কাজ। মহালগুলোতে বিশেষ উপায়ে তৈরি বাঁশের মাচার ওপর পাতলা করে বিছিয়ে সূর্যের তাপে কাচা মাছ শুকিয়ে শুঁটকিতে পরিণত করার কাজে ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ শ্রমিকরা। বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ শুধুমাত্র সূর্যের তাপে শুকানো হচ্ছে এখানে। কেউ মাছ পরিষ্কার করছেন, কেউ মাচায় তুলছেন। কথা বলারও সময় নেই তাদের। চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম'র আনন্দ ভ্রমণে শুঁটকি মহালগুলোতে দীর্ঘক্ষণ অবস্থান করার পর একটি বিষয় লক্ষ করলাম যে, শুঁটকি মহালে কোন ধরণের পোকামাকড় কিংবা কাকপক্ষীর উপস্থিতি নেই। কৌতুহলী মনে একটি বিষয় বারংবার ঘুরপাক খাচ্ছে। সেটি হলো, পোকামাকড় থেকে রক্ষা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য শুঁটকিতে কোন ধরনের কীটনাশক ব্যবহার হচ্ছে কি না।