ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

দুর্নীতির মামলা: প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১,  2:00 PM

news image

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে  দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর দিন ধার্য ছিল।

দুদকের আইনজীবী মাহমুদুল হক গণমাধ্যমকে জানান, গত ১ সেপ্টেম্বর প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। আজ অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে আসামির পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হলে আদালত শুনানির জন্য আগামী ৬ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এর আগে গত ২৬ জুলাই দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২-এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ পৃষ্ঠার অভিযোগপত্রে শুধু দু'জন আসামি হিসেবে আছেন। তারা হলেন- প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণ। এতে সাক্ষী করা হয় ২৯ জনকে। গত বছরের ২৩ আগস্ট দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এ মামলাটি করেন। মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা আর সি চার্চ রোডে তাদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে। সেই ভবনে প্রদীপের স্ত্রী সন্তানদের নিয়ে বাস করতেন। তবে প্রদীপের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান শুরুর পর থেকে স্ত্রী পলাতক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম