ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
ঈদ ও পূজার ছুটি বাড়ল আশুলিয়ায় পুলিশের অভিযানে ১ ট্রাক পলিথিনসহ ২ জন আটক আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের কর্মবিরতি ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির ৪৬ রানে অলআউট, দেশের মাঠে সর্বনিম্ন রানের লজ্জায় ভারত মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: জামায়াত আমির সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪৯৮ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফেরত

দুদিনের হরতালের শেষ দিন আজ

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  10:34 AM

news image

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা দুদিনের হরতাল কর্মসূচির শেষ দিন আজ সোমবার (২০ নভেম্বর)। হরতালের প্রথম দিন গতকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে মিছিল, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি, বিএনপির মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ অক্টোবর হরতাল কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো। এরপর পাঁচ দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। অবরোধের মধ্যেই গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। পরে দলটির দেখানো পথেই হাঁটে আরও কয়েকটি সমমনা বিরোধী দল।  হরতালের সমর্থনে গতকাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর, পাবনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর দেশের বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হরতাল চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ও ওয়ারী থানার মূল ফটকে ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া গতকাল সকালের দিকে পুরান ঢাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় ও শনিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরিত হয়। আর গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফায়ার সার্ভিস বলছে, উচ্ছৃঙ্খল জনতা এসব আগুন দিয়েছে। আর বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এদিকে, হরতালের শেষ দিন সকালেও দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে মেহেরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানিয়েছেন এনটিভি মেহেরপুর প্রতিনিধি। আর রাজধানীতে স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন কম। রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম