দুটি মার্কিন ড্রোনের গতিরোধ করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২১, 10:45 AM
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২১, 10:45 AM
দুটি মার্কিন ড্রোনের গতিরোধ করার দাবি ইরানের
পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক মহড়ার মধ্যেই দুটি মার্কিন ড্রোনের গতিরোধ করার দাবি করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন ড্রোন দুটি ইরানের সামরিক মহড়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়। আরকিউ ফোর এবং এমকিউ-নাইন ড্রোনগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় ঢুকে দেশটির বার্ষিক সামরিক মহড়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিলো বলে দাবি করা হয়। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।