দুই বছরে প্রায় সাড়ে ৪’শ কোটি টাকার উন্নয়ন; এক ডজন মেগাপ্রকল্প বাস্তবায়নের পথে বরিশাল শিক্ষা প্রকৌশল
২০ নভেম্বর, ২০২২, 9:24 PM

NL24 News
২০ নভেম্বর, ২০২২, 9:24 PM

দুই বছরে প্রায় সাড়ে ৪’শ কোটি টাকার উন্নয়ন; এক ডজন মেগাপ্রকল্প বাস্তবায়নের পথে বরিশাল শিক্ষা প্রকৌশল
|| মাছউদ শিকদার:
যেকোন সময়ের তুলনায় শিক্ষা ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নের দিকে হাটছে বরিশাল শিক্ষাঙ্গন। একদিকে যেমন শিক্ষা উন্নয়ন, তেমনি অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগে প্রথমবারের মত প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট। প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মানার্ধীন এই প্রতিষ্ঠানের মত এক ডজনেরও বেশি বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের পথে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অফিস। করোনাকালীনও বরিশালে প্রায় সাড়ে ৪’শ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু করেছে এই দপ্তরটি। এরমধ্যে কয়েকটি বড় প্রকল্প ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে প্রায় দুই শতাধিক কোটি টাকার কাজ। বিগত সময়ের চেয়ে সরকার বরিশালের শিক্ষা অবকাঠামো উন্নয়নে বেশি বরাদ্ধ দিয়েছে বলে দপ্তরটির দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল নির্বাহী প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২০২২ অর্থবছরে জেলায় প্রায় এক ডজনেরও বেশি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছিলো। প্রায় সাড়ে ৪’শ কোটি টাকার ছোট-বড় এসব প্রকল্পর মধ্যে অনেকগুলো এরইমধ্যে সম্পন্ন হয়েছে। এরমধ্যে প্রায় ১০২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে বরিশাল বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ছাত্র-ছাত্রী হোস্টেলসহ বেশ কয়েকটি ভবন নির্মান কাজ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে প্রায় ৫৮ কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়ন কাজ। এছাড়া চলমান রয়েছে দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের নির্মান কাজ। প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন এ পলিটেকনিক কলেজের কাজ শীগ্রই শেষ হবে বলে জানা গেছে। এছাড়া চলমান রয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক অফিসের নির্মান কাজ। প্রায় ৩৪ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজ চলছে হিজলা ও আগৈলঝাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মান হচ্ছে বানারীপাড়া সরকারি ফজলুল হক কলেজ, বাকেরগঞ্জ সরকারি কলেজ ও গৌরনদী সরকারি কলেজ ভবন। অন্যদিকে বাকেরগঞ্জে প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজ চলছে বীর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। তবে এ দুবছরে শুধুমাত্র যে বরিশাল জেলা শিক্ষা উন্নয়নে কাজ চলেছে তা নয় শিক্ষা প্রকৌশল অফিস ভবনেও লেগেছে আধুনিকতার ছোয়া। অনেকটা জরাজীর্ন ভবনকে আধুনিকতার রূপ দিয়ে কাজের পরিবেশ ফিরিয়ে এনেছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। এদিকে প্রায় ৩’শ কোটি টাকার বড় প্রকল্প ছাড়াও গত দুই বছরে দপ্তরটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে আরো দেড়’শ কোটি টাকার কাজ শুরু করেছে। যার অনেকগুলো বর্তমানে চলমান রয়েছে।
এব্যাপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, গত দুই বছরে বিগত যেকোন সময়ের তুলনায় বরিশালের শিক্ষা অবকাঠামো উন্নয়নে বেশি বরাদ্ধ দিয়েছে সরকার। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সরকারের আন্তরিকতার কারনেই বরাদ্ধ বেড়েছে বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, এ অঞ্চলের মানুষের সবচেয়ে আকাংখার প্রতিষ্ঠান মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট নির্মানসহ গত দুই বছরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করা হয়েছে। বিশেষ করে মহিলা পলিটেকনিক চালু হলে এ বিভাগের মহিলা কারিগরি শিক্ষা সম্প্রসারনে ব্যাপক ভুমিকা পালন করবে বলে আশা করেন তিনি। জেলার শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অফিসের সেবার মান উন্নয়ন ও সচ্ছতা আনায়নে সমান কাজ করেছেন বলেও জানান এই কর্মকর্তা।