ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

দুই দিন ধরে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ধান ক্ষেত

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২২,  3:00 PM

news image

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নিখোঁজের ২ দিন পরে বিনয় চন্দ্র মন্ডল  (৭২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় লাশটি ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় ছিল। আজ সোমবার সকালে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামের বিনয় কুমার চন্দ্র মন্ডল নামে এক ব্যক্তির  দুর্গাপুর  গ্রামের ধানক্ষেত  থেকে লাশটি উদ্ধার করে মান্দা থানা-পুলিশ। বিনয় চন্দ্র মন্ডল বিলদুবলা গ্রামের মৃত  শ্রীকন্ঠ চন্দ্র মন্ডলের ছেলে। তিনি  একসময় গোয়ালি ব্যবসা করলেও বেশ কিছুদিন ধরে কৃষি কাজে জড়িত।   থানা-পুলিশ, স্থানীয় লোকজন ও বিনয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়,

গত  ১৯ নভেম্বর  সকাল সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে বিনয় ও তার ছেলে বিশ্বজিৎ (দুলাল)বের হয়ে নিজস্ব জমির ধান কাটার জন্য। সাড়ে ১১ টা পর্যন্ত ধান কাটার একপর্যায়ে পাশের গ্রাম দুর্গাপুরের  তফসের ও তার ছেলে তারেক ধান ক্ষেত থেকে ডেকে নিয়ে যায়, তারপর থেকে ফেরেননি বিনয় চন্দ্র মন্ডল । তাঁর খোঁজ-খবর না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে গত ২০ নভেম্বর মান্দায়  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার সকাল ৮টার দিকে দুর্গাপুর গ্রামের  ধান ক্ষেত থেকে   নাক কাটা অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশের সঙ্গে নিখোঁজ বিনয় চন্দ্র মন্ডল  পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশটি বিনয় চন্দ্র মন্ডল  বলে শনাক্ত করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ  আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত বিনয় চন্দ্র মন্ডল  ছেলে দুলাল বলেন, লাশের পরনের কাপড়, জুতা ও মুখমণ্ডল দেখে লাশটি তাঁর বাবা'র বলে নিশ্চিত হন। মান্দা  থানা অফিসার ইনচার্জ ওসি নুরু- এ- আলম সিদ্দিকী বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম