ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

দিল্লি-ইসলামাবাদ দ্বন্দ্ব: শ্রীলঙ্কায় সমুদ্রপথে সহায়তা পাঠাতে বাধ্য হলো পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  11:02 AM

news image

মানবিক সহায়তা হিসেবে সমুদ্রপথে শ্রীলঙ্কায় ২০০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারত বিমানপথে ত্রাণ পাঠাতে না দেওয়ায় সমুদ্রপথকেই বেছে নিতে হয়েছে তাদের।  সাম্প্রতিক ঘূর্ণিঝড় ডিটওয়াহ'র প্রভাবে বন্যা ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিকে সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ বলছে, ভারতের কারণে বিমানপথে ত্রাণ পাঠাতে বাধার সৃষ্টি হয়। আকাশপথ ব্যবহারের অনুমতি না মেলায় ত্রাণবাহী বিশেষ বিমান ৬০ ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানের অভিযোগ 'রাজনৈতিক প্রপাগান্ডা'। গত মাসের শেষ দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়াহ আঘাত হানার পর শ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। যা দেশটির সরকারকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, যাতে অন্তত ৪১০ জন নিহত হয়েছেন ও নিখোঁজ রয়েছেন ৩৩৬ জন। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; সড়ক, অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় ডিটওয়াহতে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার সহায়তায় সমুদ্রপথে ২০০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এর মাধ্যমে শ্রীলঙ্কার জনগণের প্রতি সংহতিও জানানো হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা কেন্দ্র করে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ শ্রীলঙ্কায় উদ্ধার তৎপরতায়ও অংশ নিচ্ছে। সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম