দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
১৭ ডিসেম্বর, ২০২৫, 1:54 PM
NL24 News
১৭ ডিসেম্বর, ২০২৫, 1:54 PM
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় পাল্টা হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। কূটনৈতিক সূত্রের ধারণা, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা ও ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরেই এই তলব। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ প্রয়োজনে বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পরিস্থিতিও তৈরি হতে পারে। এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য ও ঘটনা দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।