দিনাজপুরে এটিএম বুথ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২২, 4:36 PM

নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২২, 4:36 PM

দিনাজপুরে এটিএম বুথ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ২
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাংকের ফাষ্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান ও স্থানীয় বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সুপার ইফতেখার আহমেদ পিপিএম (সেবা)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চাঞ্চল্যকর এ চুরিটি সম্পূর্ণ পরিকল্পিত। দু’জনই পূর্ব পরিকল্পনার আলোকে টাকা চুরির ঘটনাটি ঘটায়। তারা গত ১১ নভেম্বর ভোররাতে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় স্থাপিত ডাচ-বাংলা ব্যাংকের ফাষ্ট এর সিডিএম (টাকা জমা মেশিন) থেকে ১৫ লাখ ৯১ হাজার ৫০০ টাকা ও একটি ডিসিআর মেশিন চুরি করে। পুলিশ সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনসহ জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। ব্যাংকের ব্যবস্থাপক অপূর্ব রায় বাদী হয়ে ১২ নভেম্বর দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৩৬, ধারা-৩৮০ দঃবিঃ। মামলার সুত্র ধরে পুলিশ, ডিবি পুলিশ, র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করেন। ফলে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পুরো টাকাসহ জড়িতদের গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এটি একটি পুলিশ বাহিনীর জন্য বিরাট সাফল্য। পুলিশ সুপার বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় জনগন ভীত হবার আশংকা থাকে। তাই পুলিশ বাহিনীর সকলেই নিরলসভাবে কাজ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আসলাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ সুপার আরো জানান, আটককৃত ওই ২ ব্যাক্তি দিনের বেলা সুযোগ বুঝে ডিসিআর মেশিন খুলে সিসি ক্যামেরা অকেজো করে সিডিএম মেশিন হতে বিভিন্ন সময় টাকা অপসারণ করতে থাকে। উক্ত মেশিনের ভল্ট যৌথ পাসওয়ার্ডের মাধ্যমে খোলা যায়। একটি পাসওয়ার্ড দু’জন ব্যাংক কর্মকর্তা ও অপরটি কোম্পানীর এজেন্টদের নিকট গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বরকত জামান গার্ডকে কৌশলে চেতনানাশক ঔষধ খাওয়ায় ও তালা কৌশলে খুলে রেখে যায়। পুলিশকে বিভ্রান্ত করতে এমন ঘটনা তারা ঘটায়। তারপরও পুলিশ সফলতার সাথে টাকা উদ্ধার, জড়িতদের গ্রেফতার, ডিসিআর মেশিন, বিপুল সংখ্যক এটিএম কার্ড উদ্ধার করেছে।