ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

দাবানল তাণ্ডবে ফের পেছাল অস্কারের মনোনয়ন ঘোষণা

#

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

সপ্তাহ গড়ালেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের গতি কমার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। আর সেই কারণে এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী অ্যাকাডেমি আগামী ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন প্রকাশের তারিখ ঠিক করেছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমার তালিকা এবং নির্মাতা ও পাত্রপাত্রীদের নাম জুরিরা ঠিক করে থাকেন বছরের শুরুতে। এ কাজে তাদের ভোটদানের প্রক্রিয়াতে যেতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের আগুন এবার বাধ সেধেছে এই কাজে। একাডেমির সিইও বিল ক্রামার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, আগুনের প্রভাবে এবং আমাদের চলচ্চিত্র এবং শিল্প সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাডেমি সবসময়ই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আছে এবং আমরা বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তাই আমরা মনে করি আমাদের ভোটের সময়কাল বাড়ানো প্রয়োজন। তাই আমাদের মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে।" লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী ২মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর হবে। ওই তারিখ ধরে ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। গত ৭ জানুয়ারিতে দাবানল শুরু হয়ে ভয়াবহ মাত্রায় পৌঁছুলে, প্রথম দফায় মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়। এখন ২৩ জানুয়ারি মনোননয় ঘোষণাকে সামনে রেখে অ্যাকাডেমির সদস্যদের ভোটদানের শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৪ জানুয়ারি। এদিকে, পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। ১২ জানুয়ারি এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে। সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্য হলিউড রিপোর্টার লিখেছে, আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসছে।সেখানে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আদৌ আয়োজন করা সম্ভব কী না তা নিয়ে সংশয়ে পড়েছে কর্তৃপক্ষ। এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম