ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২১,  9:39 AM

news image

হবিগঞ্জ শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশার আরোহী জান্নাত আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবাসহ আরও দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়। শহরের কালারডোবা এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বানিয়াচং  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জান্নাত হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের ভ্যানচালক সোহাগ মিয়ার মেয়ে। এ ছাড়া আহতদের মধ্যে তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলো—জান্নাতের বাবা সোহাগ মিয়া, রাতুল আহমেদ ও তাঁর মামা তানভীর মিয়া। রাতুল ও তানভীর দুজনই এসএসসি পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহর থেকে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে গতকাল রাত ১০টার দিকে বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সোহাগ মিয়া।

তারা একটি অটোরিকশা ভাড়া করেছিলেন। ওই অটোরিকশার সামনের সিটে রাতুল ও তানভীর নামের দুই এসএসসি পরীক্ষার্থীও ওঠে। অটোরিকশাটি শহরের কালারডোবা এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় সোহাগ মিয়ার মেয়ে জান্নাত আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া আহত হয় জান্নাতের মা-বাবাসহ দুই এসএসসি পরীক্ষার্থী। পরে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহাগ মিয়া, রাতুল ও তানভীরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম