আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি, ২০২৬, 11:07 AM
দক্ষিণ আফ্রিকায় বজ্রপাতে নিহত ২, আহত ১৫০
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার উত্তরে একটি উৎসবে বজ্রপাতে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ জন। রবিবার এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার রাতে প্রিটোরিয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মাথিবেস্টাড গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয়। নর্থ ওয়েস্ট প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানায়, উৎসব চলাকালে বজ্রপাতের শিকার হয়ে ১৫০ জন চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে যান। তাদের মধ্যে দুইজন মারা যান এবং ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। দক্ষিণ গোলার্ধে চলমান গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলে ঘন ঘন ঝড়-বৃষ্টি হয়ে থাকে। সূত্র: আরব নিউজ