আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৫, 10:42 AM
থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল কম্বোডিয়া
সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষ চলতে থাকায় থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। শনিবার এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। এক বিবৃতিতে কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “রয়্যাল গভর্নমেন্ট অব কম্বোডিয়া অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন, দুই দেশ সংঘর্ষ বন্ধে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে বাস্তবে সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে। এরই মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, প্রতিবেশী দেশ কম্বোডিয়া থেকে হুমকি পুরোপুরি না কমা পর্যন্ত তার দেশ সামরিক অভিযান চালিয়ে যাবে। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। ফেসবুকে দেওয়া এক পোস্টে আনুতিন লেখেন, “আমাদের ভূমি ও জনগণের প্রতি সব ধরনের হুমকি দূর না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক কার্যক্রম চালিয়ে যাবে।” তিনি আরও বলেন, হামলা বন্ধ করার উদ্যোগ প্রথমে কম্বোডিয়াকেই নিতে হবে। “আমি স্পষ্ট করে বলতে চাই—আজ সকালে আমাদের পদক্ষেপই সব বলে দেয়,” সাংবাদিকদের বলেন আনুতিন। থাই দৈনিক খাওসোদ জানায়, আনুতিন বলেছেন, “কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে না, এখনো তার সময় আসেনি।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, দুই পক্ষের মধ্যে “বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে।” সূত্র: ডয়েচে ভেলে