তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর, ২০২১, 10:25 AM

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর, ২০২১, 10:25 AM

তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট
ডিজেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো রবিবারও (৭ নভেম্বর) অব্যাহত রয়েছে পরিবহন ধর্মঘট। বাস ও ট্রাকের পর গতকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চও। চলছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসি’র বাস। রবিবার কর্মদিবস হওয়ায় খোলা রয়েছে অফিস-আদালত। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন তারা। এর সুযোগ নিয়েছে রিকশা ও অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন। একই চিত্র দেখা গেছে দূরপাল্লার রুটেও। গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া। রাজধানীর প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। বাস ভাড়া বাড়ানো নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সংগে আজ বৈঠকে বসবেন বাস মালিকরা। জানা গেছে, জ্বালানি তেলের বাড়তি দামসহ ১৯টি খাতের ব্যয় ধরেই ভাড়া নির্ধারণ করার প্রক্রিয়া চলছে।