তৃতীয় দফায় পাথরঘাটা উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
২৮ নভেম্বর, ২০২১, 12:31 PM
NL24 News
২৮ নভেম্বর, ২০২১, 12:31 PM
তৃতীয় দফায় পাথরঘাটা উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নুর হোসেইন : পাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ ইউনিয়নে সকাল ৮টা থেকে চলছে ভোট গ্রহণ। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে সকাল থেকে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ও আদালত। ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন, নৌকা প্রতীক আলমগীর হোসেন, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মোল্লা, পাথরঘাটা রাহেনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মাইনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী চরমোনাই থেকে নির্বাচন করছেন হাতপাখা, নাচনাপাড়া ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী ফরিদুর রহমান ফরিদ, স্বতন্ত্র প্রার্থী হাতপাখা, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান জুয়েল।