ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

তালতলীতে দুদিন ধরে বৃষ্টি, ধান নিয়ে চিন্তিত কৃষক

#

০৬ ডিসেম্বর, ২০২১,  8:42 PM

news image

তালতলী (বরগুনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ২ দিন টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল (৫ ডিসেম্বর) রোববার রাতভর বৃষ্টি ও সোমবার (৬ ডিসেম্বর) দিন ভার টানা বৃষ্টি পড়ে। এতে উপকূলীয় জেলা বরগুনার তালতলীর নিম্নাঞ্চলের কৃষি ও ধান ক্ষেতে জলাবদ্ধ সৃষ্টি হওয়ায় কৃষকরা ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। সরেজমিন ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের মাঠে এখন রোপণ করা পাকা আমন ধান। কেবল ঘরে তুলবেন এ অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অধিকাংশ ধান বৃষ্টির পানিতে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষক আক্কাস আলী বলেন, এবছর প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে আমন ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু শেষ সময় ঘরে ধান তোলার সময় প্রাকৃতিক দুর্যোগ হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি এছাড়াও অধিকাংশ কৃষককের এখনো ধান ঘরে তুলতে পারেননি বলেও জানান তিনি। তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা যায়, এ বছর ১৬ হাজার ১৬১ হেক্টর জমিতে আমন ধান চাষ করেন কৃষকরা। আমন ধানের বীজ তলা প্রস্তুতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০১২ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও ১১৫০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছেন কৃষকরা। এ বছর অধিক পরিমাণে ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। এ বিষয়ে তালতলী উপজেলা (অতিরিক্ত) কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিয়ে তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম