ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
ঈদ ও পূজার ছুটি বাড়ল আশুলিয়ায় পুলিশের অভিযানে ১ ট্রাক পলিথিনসহ ২ জন আটক আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের কর্মবিরতি ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির ৪৬ রানে অলআউট, দেশের মাঠে সর্বনিম্ন রানের লজ্জায় ভারত মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: জামায়াত আমির সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪৯৮ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফেরত

তারল্য সংকট কাটাতে চাহিদা বাড়ছে কলমানিতে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৪,  10:45 AM

news image

সাধারণত ঈদের আগে আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানিতে টাকার চাহিদা বাড়ে। সেই সঙ্গে বাড়ে সুদহারও। কিন্তু সম্প্রতি ব্যাংকগুলোর তারল্য সংকট বাড়ায় উত্তাপ বাড়ছে কলমানি মার্কেটেও। জানা গেছে, অর্থবছরের শেষ সময়ে সরকারের উন্নয়ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণের মাত্রা আগের চেয়ে বাড়িয়েছে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণের চাহিদাও আগের চেয়ে বাড়ছে। ফলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়লেও আমানত সেই হারে বাড়ছে না। এতে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে। আর এই তারল্য সংকট মেটাতে ব্যাংকগুলো ছুটছে কলমানি মার্কেটে। ফলে চাহিদা বাড়ছে কলমানিতে। ধারাবাহিকভাবে ধারের পরিমাণ বাড়ার পাশাপাশি বাড়ছে সুদহারও। গত বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কলমানিতে ৯ দশমিক ২৪ শতাংশ সুদে ২ হাজার ৮৫৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজার ছাড়াও সরকারি ঋণসহ সব ধরনের সুদহার এখন বাড়তির দিকে। ব্যাংকাররা জানান, উচ্চ মূল্যস্ফীতির ব্যাংকাররা জানান, কারণে আমানত তেমন বাড়ছে না। এ ছাড়া ডলার-সংকট মেটাতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করতে হচ্ছে, যার বিপরীতে ব্যাংক থেকে টাকা উঠে আসছে। এসব কারণে ডলারের পাশাপাশি বেশির ভাগ ব্যাংকে টাকার সংকট চলছে। এ ছাড়া ব্যাংক একীভূতকরণের উদ্যোগে অধিকাংশ গ্রাহক আস্থাহীনতায় ভুগছেন। ফলে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এ সময়ে কলমানির গড় সুদহার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা বর্তমানে ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতি মাসেই বাড়ছে এ সুদহার। জানা গেছে, কলমানিতে উচ্চ সুদ দিয়েও আশানুরূপ টাকা পাচ্ছে না ব্যাংকগুলো। এ অবস্থায় কোনো ব্যাংক যেন সংকটে না পড়ে, সে জন্য এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক রেপোসহ বিভিন্ন উপায়ে ধার দেওয়া বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন এখন ১৫ থেকে ২৪ হাজার কোটি টাকা ধার দিচ্ছে। এর বাইরে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংককে বিশেষ উপায়ে টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বৃহস্পতিবার কলমানি বাজার থেকে প্রায় ২ হাজার ৮৫৯ কোটি টাকা ধার নিয়েছে বিভিন্ন ব্যাংক। এর গড় সুদহার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। এক রাত বা এক দিনের ধারের জন্য এই সুদহার ধার্য করা হয়। এই সুদহারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলো মোট ২ হাজার ২০৭ কোটি টাকা ধার করেছে। তবে যেসব ব্যাংক কলমানি থেকে চার দিনের জন্য টাকা ধার করেছে, তাদের সুদ গুনতে হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। এ হারে ৮০ কোটি টাকা ধার করেছে দুটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, কলমানিতে বিভিন্ন মেয়াদে ধার দেওয়া হয়। ৯১ দিন, ৭ দিন, ৪ দিন, ২ দিন ও ১ দিনের মেয়াদে এ ধার দেওয়া-নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা ধার দেওয়া হয় এক দিনের মেয়াদে। বৃহস্পতিবার কলমানি বাজার থেকে এক দিনের জন্য ২ হাজার ২০৭ কোটি টাকা ধার করে বিভিন্ন ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ কোটি ধার দেওয়া হয় ৯০ দিনের মেয়াদে, যার গড় সুদহার ছিল ১২ শতাংশ। ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দিনের চাহিদা মেটাতে গিয়ে কোনো ব্যাংক তারল্যসংকটে পড়লে অন্য ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে ধার করে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ধার নেওয়ার এ ব্যবস্থা 'কলমানি' বাজার হিসেবে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এ বাজার থেকে ১ থেকে ৭ দিন মেয়াদে সবচেয়ে বেশি টাকা ধার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে কিছুটা তারল্যসংকট তৈরি হয়েছে। এ সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিদিনই তাদের রেপো এবং এসএলএফের বিপরীতে টাকার জোগান দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ব্যাংকগুলো কলমানি বাজার থেকেও চড়া সুদে ধার করছে। ব্যাংকগুলোর এ সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নীতি সহায়তা দিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম