ঢামেকের নতুন ভবনের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২১, 12:17 PM
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২১, 12:17 PM
ঢামেকের নতুন ভবনের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের রন্ধনশালার পশ্চিম পাশের ময়লার স্তুপ থেকে মো. মনির হোসেন রাসেল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম জানান,
আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কিচেন রুমের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে রাসেল নামের এক যুবককে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, সকালের দিকে পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতাল পরিষ্কার করার সময় তার মরদেহ দেখতে পায়। ময়লার স্তূপের মধ্যে ওই যুবক পড়ে রয়েছে। পরে আমাকে খবর দিলে আমি হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেই। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- উপর থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।