ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৬০ রাজধানীতে ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে ফের আপিল শুনানি ২৪ জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৩ বিলিয়ন ডলার গোপালগঞ্জে চলছে যৌথবাহিনীর অভিযানে আটক ২০

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৫,  12:09 PM

news image

বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ দশের মধ্যে অবস্থান করছে ঢাকা। আজ বুধবারও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। এদিন ১১২ স্কোর নিয়ে তালিকার ১০ম স্থানে জায়গা করে নিয়েছে ঢাকা, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। আজ শনিবার স্থানীয় সময় ৯টা ৩১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা, এর স্কোর ১৪১। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম (১৩৯), তৃতীয় স্থানে বাহরাইনের মানামা (১৩৯), চতুর্থ স্থানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা শহর (১৩৪) ও পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩২)। এ ছাড়া ১২৯ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তানের লাহোর, সপ্তম স্থানে ইন্দানেশিয়ার জাকার্তা (১২৯), অষ্টম স্থানে ভারতের দিল্লি (১২৩) ও মিশরের কায়রো ১১৫ স্কোর নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম