ডুফার সভাপতি হিমন, সাধারণ সম্পাদক টুটুল
২২ ডিসেম্বর, ২০২৫, 11:06 AM
NL24 News
২২ ডিসেম্বর, ২০২৫, 11:06 AM
ডুফার সভাপতি হিমন, সাধারণ সম্পাদক টুটুল
ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম সারোয়ার হিমন ও সাধারণ সম্পাদক পদে খান মেজবাউল আলম টুটুল নির্বাচিত হয়েছেন। গত ১৯ ও ২০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ডুফা’র ‘কার্যনির্বাহী পরিষদ ২০২৬’ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইয়াসমিন আক্তার ইভা। এ ছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী পরিষদের ‘সদস্য প্রতিনিধি’ হিসেবে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মিরাজুল আহসান, শিবলী নোমান, মাহমুদ শান্ত, আমিরুল ইসলাম আমু, মঞ্জুর-ই আলম বিপু, মাজহার মুরাদ, এস এম সুমন, রোখসানা শারমিন রুমা, আব্দুল কাদের, দেওয়ান আজহারুল ইসলাম আরজু, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (আনোয়ার সোহেল), রাজকন্যা রত্না, জাহিদুল ইসলাম জাহিদ ও সাইদুর রহমান। উল্লেখ্য, ‘ডুফা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের সব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নিবন্ধিত সংগঠন। সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ডুফা বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করে থাকে। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বন্ধুদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে আগামী মেয়াদে তাদের মূল লক্ষ্য। নির্বাচন কমিশনাররা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ডুফার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। আগামী ২৬ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।