
নিজস্ব প্রতিনিধি
২৯ ডিসেম্বর, ২০২২, 11:28 AM

ট্রেনের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত, আহত হয়ে হাসপাতালে ২৫
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের মুনসুর আলী স্টেশন এলাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুন্সীগঞ্জগামী তাজ পরিবহন বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের প্রায় ২৫ যাত্রী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে মনসুর আলী স্টেশন সংলগ্ন সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক মহাসড়কের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির নাম বাবুল (৪০)। তিনি ঠাকুরগাঁ জেলার রানীশংকর থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান,
কড্ডার মোড় রেলক্রসিংয়ের গেইটম্যান ভ্যারিকেটটি না দেওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে ওই বাসের ২৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তবে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর দিকে চলে যাবার পর এ রুটটি আবারও সচল হয়।