ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ট্রাম্পের জন্যই লাখ লাখ মানুষ রক্ষা পেয়েছে: পাকিস্তান প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৫,  11:02 AM

news image

ভারতের সঙ্গে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের কৃতিত্ব দিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেছেন, ট্রাম্প একটি বড় যুদ্ধ রোধ করে লাখ লাখ মানুষকে রক্ষা করেছেন। শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেডে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শাহবাজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও দৃঢ় নেতৃত্বে পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। যা দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরিয়ে একটি বড় যুদ্ধ রোধ করেছে। লাখ লাখ মানুষকে রক্ষা করেছে। ১০ মে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় আলোচনার পর ভারত ও পাকিস্তান 'পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে' সম্মত হয়েছে। তখন থেকে তিনি বেশ কয়েকবার তার দাবি পুনরাবৃত্তি করেন।  তবে ভারত ধারাবাহিকভাবে এ হস্তক্ষেপ অস্বীকার করে আসছে। তারা বলে আসছে, সংঘর্ষের অবসানের জন্য কোনও তৃতীয় পক্ষ জড়িত ছিল না। পাকিস্তান একাধিকবার মে মাসের সংঘাত থামাতে ট্রাম্পের প্রশংসা করেছে। তাদের দাবি, মে মাসের সংঘাতের সময় ট্রাম্পই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন। গত ২২ এপ্রিল পেহেলগামে এক হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করে। পরে টানা চারদিন ভারত ও পাকিস্তানের মধ্যে সেনা সংঘর্ষ চলে।

সূত্র: ডন, দ্য ইকোনমিক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম