সংবাদ শিরোনাম

নিজস্ব প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 1:58 PM

ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
নাটোরের সিংড়া উপজেলার ডালসড়ক এলাকায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাটোর সদর উপজেলার বারোইহাটি এলাকার মৃত সোনাতুল্লাহ মিয়ার ছেলে মোহাম্মদ মানিক নামে পুলিশ ও স্থানীয়রা জানান, মানিক বুধবার সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে ডালসড়ক যাচ্ছিলেন। পথে ডালসড়ক এলাকায় বগুড়াগামী ট্রাক মানিককে চাপা দিলে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত