ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযান: এখনও উদ্ধার হয়নি ১৮৮৫টি অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করতে রাজপথে হালিম মোল্লা পরিবারের বয়স্কদের যত্ন নেবেন যেভাবে আহতদের খোঁজখবর নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৬ চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে: অর্থ উপপদেষ্টা

টেকনাফগামী যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৪,  10:27 AM

news image

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফগামী যাত্রী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি করা হয়েছে। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লাগলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া শাহপরীর দ্বীপ জেটিঘাটেও মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে। বুধবার বিকেলে সেন্টমার্টিন থেকে ৭০ জন যাত্রীবাহী নিয়ে দুটি ট্রলার টেকনাফে আসার পথে নাফ নদের বদরমোকাম মোহনায় গোলার চরে পৌঁছালে এ গুলির ঘটনা ঘটে। এই রুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফগামী যাত্রীবাহী দুটি ট্রলার শাহপরীর দ্বীপের জেটিঘাটের কাছাকাছি পৌঁছালে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। শতাধিক গুলি করা হয়েছে। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ট্রলারটি জেটিঘাটে নৌঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়ার হয়। এ সময় জেটিঘাটেও গুলি এসে পড়ে। তিনি আরও বলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর দিয়ে বিকল্প রুটে নৌযান চলাচল করছে, সেখানেও তারা গুলি করছে। এর আগে নাফ নদে গুলি বর্ষণের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান বন্ধ হয়ে যায়। পরে দ্বীপের মানুষের কথা চিন্তা করে বিকল্প রুট দিয়ে নৌযান চলাচল শুরু হয়।ট্রলারের মাঝিরা জানান, বুধবার দুপুরে মোহাম্মদ রুবেল এবং আবদুর রশিদের মালিকাধীন দুটি ট্রলার ৭০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হয়। এসময় নাফ নদে শাহপরীর দ্বীপের বদরমোকাম মোহনায় গোলার চরে পৌঁছালে গুলি করা হয়। ট্রলার মাঝি আবদুর রহমান বলেন, শতাধিক গুলি করা হয়েছে। এ বিষয়টি কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে বিজিবির টেকনাফের-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সীমান্তে আমরা সর্তক অবস্থানে রয়েছি। মিয়ানমার থেকে গুলি বর্ষণের বিষয়টি খোঁজ নিয়ে, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’  জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ২টি ট্রলারে আবারও গুলি বর্ষণ করা হয়েছে। আমাদের জলসীমানায় গুলি এসে পড়েছে। বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। তাদের দেওয়া সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মিয়ানমারে চলমান সংঘাতের জেরে জুন মাসের শুরু থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হওয়া একাধিক ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম