ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ চট্টগ্রাম বন্দরে নোঙর করল সেই পাকিস্তানি জাহাজ গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল: তাজুল ইসলাম সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড শিক্ষক নিয়োগের অনিয়মে পঙ্গু হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির সম্পর্ক ছিন্ন তিন ব্যাংকে আনিসুল হকের জমা ২১ কোটি টাকা রোহিঙ্গা ইস্যুতে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: পররাষ্ট্র উপদেষ্টা

টাকার বিনিময়ে এনআইডি পাচ্ছে রোহিঙ্গারা

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  11:22 AM

news image

আরাকান স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহর ভাই শাহ আলী বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গত রোববার শাহ আলীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের উখিয়া থানায় করা মামলার এজাহারে এ তথ্য উল্লেখ করেছে পুলিশ। এদিকে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় এখন সবচেয়ে বড় হুমকি মনে করা হয় আরসাকে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের প্রত্যাবাসনপন্থী নেতা মুহিবুল্লাহসহ গত বছরের অক্টোবরে সংঘটিত ছয় খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আতাউল্লাহর বিরুদ্ধে। শাহ আলীর সঙ্গে আরসা প্রধানের রয়েছে নিয়মিত যোগাযোগ।

ক্যাম্পে ও মিয়ানমারে শাহ আলীর রয়েছে আসা-যাওয়া। একই সঙ্গে ক্যাম্পে অবস্থান করে তার নানা অপরাধে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, টাকা বিনিময়ে রোহিঙ্গারা দালালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এটি আমাদের দেশের জন্য কখনো ভালো নয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী জানান, এই বিষয়টি আমার জানা নেই। তবে কীভাবে এই কাজটি হলো তা বের করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আরটিভি অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম