ঢাকা ২০ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে যা বললেন আমির খসরু পুলিশের ওপর হামলা নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি ১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি জমি নিয়ে হয়রানি থামাতে সরকারের বিশেষ উদ্যোগ জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আধিপত্যের দ্বন্দ্ব ও বড় অঙ্কের অর্থ লেনদেনে খুন আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর তেঁতুলিয়ায় বেড়েছে শীতের আমেজ, তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টঙ্গীতে মাজার বস্তির আগুনে পুড়েছে পাঁচশর বেশি ঘর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  9:51 AM

news image

গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাঁচশর বেশি ঘর। শনিবার ভোর ৪টার দিকে সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ভোরে মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহত না থাকলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বস্তির পাঁচশর বেশি ঘর এবং সব মালামাল আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় নির্মিত বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে বস্তির ঘরে ঘরে থাকিা সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম