ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  11:32 AM

news image

-সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপিকে কঠিক মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তাদের যে রাজনৈতিক অবস্থান বা দর্শন—তাদের সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সামান্তা শারমিন বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন—জামায়াতের জুলাই স্পিরিট, বাংলাদেশের নিয়ে পরিকল্পনার সঙ্গে একমত হলে যেকোনো দল জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা।

বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। তিনি আরও বলেন, আমার বর্তমান অবস্থান পার্টির গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিআর আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামায়াত। এনসিপির আহ্বায়ক (নাহিদ ইসলাম) বলেছিলেন—‘যারা সংস্কারের পক্ষে নয় তাদের সঙ্গে জোটও সম্ভব নয়।’ তাই জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে—এই মর্মে সারাদেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়। সামান্তা শারমিন আরও বলেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না।

বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি-জামায়াতের যেকোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি। এই জোটের বিরোধিতা করে এরই মধ্যে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি লিখেছেন। তবে দলের একাধিক নেতা জাগো নিউজকে জানিয়েছেন, এনসিপি নীতিগতভাবে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম