ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জাবির ১৯তম উপাচার্য কে হচ্ছেন

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  7:01 PM

news image

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশী আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের যে কোনো পরিস্থিতিতে আন্দোলন সংগ্রামে সবচেয়ে এগিয়ে এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী। তাই এখানকার শীর্ষ কর্মকর্তা নিয়োগের ব্যাপারে সবসময় সতর্ক দৃষ্টি দিয়ে থাকেন সরকার। বিশ্ববিদ্যালয়টির এখন বর্তমান আলোচিত বিষয় উপাচার্য নিয়োগ প্রসঙ্গ । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে,২০১৪ সালের ২মার্চ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। এরপর নানা ঘটনায় আলোচিত-সমালোচিত হলেও টানা দ্বিতীয়বার উপাচার্য হন তিনি। চলতি বছরের ২মার্চ ফারজানা ইসলাম অবসরে যান। তার আগে ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৭ এপ্রিল তাঁকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এদিকে নূরুল আলমের উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ হয় গত ১৩আগস্ট। তার একদিন আগে (১২ আগস্ট) উপাচার্য প্যানেল নির্বাচন দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ৮১ জন সিনেট সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬ জন। নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্রথম হন জাবির সাবেক উপ-উপাচার্য অর্থনীতি বিভাগের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন। ৪৬ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। নির্বাচনে তিনটি প্যানেলে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই তিনজনের মধ্যে একজনকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। এ দিকে উপাচার্য নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে তেমন পক্ষপাতিত্ব নেই বলে জানিয়েছেন নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচিত ভিসি প্যানেলের সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং যোগ্য। মহামান্য রাষ্ট্রপতি যাকেই ভিসি হিসেবে মনোনীত করবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা বিশ্ববিদ্যালয় স্থিতিশীল ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তার সাথেই কাজ করে যাবে।রাষ্ট্রপতি মনোনীত যোগ্য ভিসির সাথে এক হয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা কাজ করে যাবে। দেশরত্ন শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম